মোটরসাইকেলের জন্য ভালো 10টি মবিল

সিসি অনুসারে ইঞ্জিনিয়ার 

যারা বাইকার রয়েছেন যারা বাইক খুব ভালোবাসেন তারা সাধারণত প্রশ্ন করে থাকেন যে তার মোটর বাইকের জন্য কোন মোবাইলটি ভালো হবে। অর্থাৎ কত সিসির জন্য কোন মোবাইলটি সসবচেয়েতার প্রিয় বাইকটির জন্য ভালো হবে এটা নিয়ে সবাই চিন্তিত থাকে। তাহলে চলুন আমরা জেনে নেই যে কত সিসির বাইকের জন্য কোন মোবাইলটি সবচাইত ভালো হবে। বাংলাদেশ ও ইন্ডিয়াতে সম্মতি যে সকল বাইক ব্যবহৃত হয় সেইগুলোর বাইকের সিসির উপর নির্ভর করে তিনটি হয়ে ভাগ করা যায়।

প্রথম হল ১৪৯ সিসি বা তার কম 

দ্বিতীয় হল ১৫০সিসি থেকে ৩০০ সিসি 

তৃতীয় হল ৩০০ সিসির বেশি 


১৪৯ সিসি বা তার কম

যে সকল বাইক বা স্কুটি ১৪৯ সিসি বা তার কম রয়েছে। যেমন ধরুন যে সকল বাইক বা ইস্কুটি ১০০ সিসি বা ১১০ সিসি ১২৫ সিসি রয়েছে সেই মোটরবাইক বা ইস্কুটিতে 10W30 গ্রেডের যে কোন ইঞ্জিল অয়েল ব্যবহার করতে পারবেন। তাই আপনি ছাড়া আপনারা যারা ১৪৯ সিস এক কম যে সকল বাইকার বা স্কুটার রয়েছেন তারা আপনার মোটরবাইক বা স্কুটি রয়েছে তার ইঞ্জিন ভালো রাখার জন্য আপনি অবশ্যই যেকোনো ভালো কোম্পানির 10W-30 এই গ্রেডের ইঞ্জিন অয়ালিটি ব্যবহার করবেন।


১৫০সিসি থেকে ৩০০ সিসি

যে সকল বাইক ১৫০সিসি থেকে ৩০০ সিসির মধ্যে রয়েছ সে সকল মোটর বাইক বা স্কুটির ইঞ্জিন ভালো রাখতে আপনি যে সকল গ্রেডের ইঞ্জিন অয়েল বা মবেল ব্যবহার করবেন সেগুলো হল 10W-40 ,20W-40 ,20W-50 এই গ্রেডের লোনের মধ্যে যেকোনো এক গ্রেডের মবেল ব্যবহার করবেন। আপনার বাইক যদি ১৫০ থেকে ৩০০ সিসির মধ্যে হয় তাহলে আপনি অবশ্যই আপনার প্রিয় বাইকটির ইঞ্জিন ভালো রাখতে হলে উপরে উল্লেখিত গ্রেটের ভালো কোম্পানির মবিল ব্যবহার করবেন।

৩০০ সিসির বেশি। 

৩০০ সিসির উপরের সাধারণত শুধু বাইক হয় কোন স্কুটি হয় না। আপনার বাইকটি যদি ৩০০ সিসির বেশি বেশ হয় তাহলে আপনি আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখতে আবনে অবশ্যই 10W-50 বা 15W-50 ইঞ্জিন অয়েল বা মবিল ব্যবহার করতে পারবেন। ৩০০ সিসির বেশি যে বাইকগুলো রয়েছে সেগুলো অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এতে আপনার ইঞ্জিনের লঞ্জিভিটি বৃদ্ধি পাই।

মটুল

যারা বাইক রয়েছে তারা মটুল এর নাম শুনিনি এমন বাইকার খুঁজে পাওয়া খুবই মুশকিল। এটি ফ্রান্সের একটি কোম্পানি যেটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। কোম্পানিটি হাই পারফরম্যান্স লুব্রিকেন্ট মোটরসাইকেল গাড়ির ইঞ্জিন অয়েল তৈরি করে। মটুল এর ৩০০ ডাবলু সিরিজ সারা বিশ্বে সকলের কাছে একটি খুবই জনপ্রিয় পণ্য। মটল সম্পূর্ণ ১০০% সিনথেটিক ইঞ্জিন অয়েল। এটি সিন্থেটিক বলে আপনার বাইকের উচ্চতম মাত্রা সহ্য করতে পারে এবং দীর্ঘস্থায পারফরম্যান্স ধরে রাখে। আপনি যখন আপনার মোটরসাইকেলে মটুল ইঞ্জিনিয়ারিটি ব্যবহার করবেন তখন আপনার ইঞ্জিনের ঘর্ষণ অনেকটা কম হবে এবং আপনার ইঞ্জিনের লাইফ টাইম বেড়ে যাবে এছাড়াও এটি কার্বন জমা রোধ করতে সহায়তা করে। ঠান্ডা কিংবা গরম সকল সময়ে এটি তাপমাত্রা অনুযায়ী কাজ করে তারা আপনি আপনার ভাইকে এই ইঞ্জিনিয়ারটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আপনি যখন মটুল 5100 বা 3100 ব্যবহার করবেন তখন অবশ্যই আপনি 2000 থেকে 2500 কিলোমিটার পর আপনার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল টি পরিবর্তন করবেন। অপরদিকে আপনি যদি মটুল 7100 বা 300v ব্যবহার করবেন তখন আপনি আপনার মোটরবাইক কে ভালো রাখতে 2500 থেকে 3000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করবেন। 


মটুল ব্যবহারের সুবিধা 

ইঞ্জিনের দীর্ঘ মেয়াদ সুরক্ষা প্রদান করে। 

উচ্চ তাপমাত্রা শোষণ করতে সহায়তা করে। 

এটি ব্যবহারে ঘর্ষণ কম হয় ফলে ভালো পারফরম্যান্স দেয়।

এই মঙ্গল ব্যাপারে গিয়ার মসৃণ থাকে। 

এটি ব্যবহারের ফলে ক্লাস স্লিপিং কমে যায়। 

মটুল ব্যবহারের অসুবিধা

মটুল এর দাম তুলনামূলকভাবে একটু বেশি। 

বাজারে নকলের পরিমাণ বেশি। 

গ্রেড না মিললে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। 

নকল মটুল চিহ্নিত করা উপায় 

বর্তমান বাজারে এই মবিলের ব্যাপক নকলের প্রভাব দেখা গিয়েছে। মটুল কোম্পানি তাদের মর্যাদা রক্ষার্থে আসল মটুল ইঞ্জিন অয়েল সনাক্তকরণের একটি সিস্টেম আবিষ্কার করেছেন। সিস্টেমটি হল আপনি যখন এই ইঞ্জিনিয়ার টি কিনবেন তখন এর গায়ে একটি কিউআর কোড এবং একটি কোড দেখতে পাবেন। আপনি যখন কিউআর কোডটি স্ক্যান করবেন তখন আপনার সামনে একটা লিংক আসবে সেই লিংকে ক্লিক করলে আপনাকে মটুল এর পেজে নিয়ে চলে যাবে। এখানে আপনি একটি কোড লেখার স্থান দেখতে পাবেন এখানে আপনার বোতলে লিখিত কোডটি লিখে যাচাই করলে আপনি আপনার প্রোডাক্টটি আসল পেয়েছেন কিনা সেটা বুঝতে পারবেন। কেননা এই কোডটি শুধুমাত্র একবারই ব্যবহৃত হয়। দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। আপনি যদি দেখতে পান যে আপনি এটি ব্যবহার করতে পারবেন তাহলে সে ক্ষেত্রে আপনি সেই ইঞ্জিন অয়েলটি কোন সন্দেহ ছাড়াই ব্যবহার করে ফেলুন। আর যদি দেখ লেখা দেখেন যে সতর্ক হোন সে ক্ষেত্রে আপনি সেই ইঞ্জিনিয়ারিটি অবশ্যই ব্যবহার করবেন না। সেই ইঞ্জিনিয়ারিটি নকল।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url