রকেট একাউন্ট খোলার নিয়ম 2026
কম খরচে বিকাশ থেকে টাকা বের করার উপায়আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি সবাই ভাল আছেন। আপনি হয়তো রকেট একাউন্ট
খোলার নিয়ম সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করেছেন কিংবা বাসায় একা একা অনেক চেষ্টা
করছেন কিন্তু পরিশেষে বিফল হয়েছে। আপনার এই সমস্যার সমাধান নিয়ে হাজির
হয়েছি আমরা, আপনি যদি আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন।
তাহলে আপনি দুইটি নিয়মে রকেট একাউন্ট খুলতে পারবেন। শুধু একাউন্ট খোলাই নয়
আপনি যদি আমাদের আর্টিকেলটি পড়েন তাহলে আপনি আরো জানতে পারবেন অ্যাকাউন্ট খুলতে
আপনার কি কি লাগবে, আপনার রকেট একাউন্টের ক্যাশ আউট চার্জ লিমিট কত? সেট মানে ফি
কত? এছাড়াও টুকিটাকি আরো বেশ কিছু বিষয় সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে
আমরা জেনে নেই রকেট একাউন্ট খোলার নিয়ম 2026 সম্পর্কে।
রকেট কি
রকেট হল ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কর্তৃক পরিচালিত একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম।
এটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোভূত একটি পূর্ণাঙ্গ
ব্যাংকিং সেবা যেটি দেশের সকল এলাকায় বিস্তৃত। রকেট চালুর ফলে মানুষের টাকা
লেনদেনের ক্ষেত্রে একটি যুগান্তকারী সৃষ্টি। এখানে আপনি যেকোনো সময় টাকা তুলতে
এবং পাঠাতে পারবেন।
আপনি যে কোন সময় বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং এর থেকে কম খরচে তাদের
চাইতে বড় এমাউন্টের টাকা তুলতে এবং পাঠাতে পারবেন খুব সহজে। এই সহজেের কারণেই
রকেট সর্ব মানুষের প্রিয় ব্যাংকিং সেবা হয়ে উঠেছ। আপনি আপনার নিকটস্থ এটিএম বুথ
থেকেও এ টাকা তুলতে পারবেন।
রকেট একাউন্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র
সকলের প্রিয় রকেট একাউন্ট যদি আপনার খুলতে চান তাহলে আপনার নির্দিষ্ট কিছু
ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন রয়েছে। তাহলে চলুন আমরা জেনে নেই রকেট একাউন্ট
খুলতে কি কি লাগবে সেই সম্পর্কে।
- আপনার ব্যবহৃত একটি সচল মোবাইল
- আপনার জাতীয় পরিচয় পত্র
- জাতীয় পরিচয় পত্রের আসল মালিক কে
- স্মার্ট মোবাইল ফোন
- ইন্টারনেট সংযোগ
আপনার কাছে যদি উপরে উল্লেখিত ডকুমেন্ট ও জিনিসপত্রগুলো থাকে তাহলে আপনি খুব
সহজেই কোন ঝামেলা ছাড়াই ঘরে বসে থেকেই আপনি আপনার কাঙ্খিত রকেট একাউন্টটি খুলতে
পারবেন না।
আরো ও পড়ুন: বিকাশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
উল্লেখ্য যে আপনার যদি কোন এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার পিতা বা মাতার
কিংবা নিকট আত্মীয়র এনআইডি কার্ড দিয়েও রকেট একাউন্টটি খুলতে পারবেন।
অ্যাপস এর মাধ্যমে রকেট একাউন্ট খোলার নিয়ম
আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার
রকেট একাউন্টটি খুলে ফেলতে পারেন। চলুন আমরা জেনে নেই আপনি কিভাবে আপনার
স্মার্টফোনটি ব্যবহার করে আপনার রকেট একাউন্টটি খুলবেন।
আরো ও পড়ুন: ১০ টি রোগ থেকে মুক্তির দোয়া
প্রথমে এখনই চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। সেখানে আপনি সার্চবারে
rocket লিখে সার্চ করবেন।
সার্চ করার পরে আপনার সামনে যে রকেট অ্যাপসটি আসবে সেটা ইন্সটল করে ওপেন বাটনে
ক্লিক করুন।
ওপেন বাটনে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখান থেকে আপনি আপনার
পছন্দমত ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে তার নিচে যে next
বাটনটি দেখতে পাবেন সে বাটনে ক্লিক করুন।
নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে সেই পেজটিতে ফোন
নাম্বার চাচ্ছে অর্থাৎ আপনি আপনার যে নম্বরটিতে রকেট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি
টাইপ করুন। টাইপ করা শেষে নিচে next বাটনে ক্লিক করুন।
ক্লিক করার কিছুক্ষণ পরেই আপনার ফোনে একটা কল আসবে সেই কলটি রিসিভ করে আপনাকে চার
সংখ্যার পিন সেট করতে বলবে। আপনি আপনার পছন্দমত চার নম্বর একটি পিন নাম্বার দিন।
পিন নাম্বার দেওয়ার শেষে আপনি আপনার মোবাইল নাম্বার ও একটা সিকিউরিটি কোড সহ
একটি পেজ দেখতে পাবেন। এই সিকিউরিটি কোডটি অটোমেটিক্যালি বসে যাবে। সিকিউরিটি
কোডের নিচে আপনাকে পিন নাম্বার দিতে বলবে। এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে
verify বাটনে ক্লিক করুন।
আপনার পিন নাম্বার দেওয়া শেষে আপনার সামনে আবারো একটি পেজ আসবে সেই পেজে আপনাকে
আবার নতুন করে LOG IN করতে বলবে। এখানে আপনি আপনার সেই পিন নাম্বারটি দিয়ে আবারও
লগন বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনার রকেট একাউন্ট খোলা কমপ্লিট। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটা
হল update your KYC। এবার আপনি এই বাটনে ক্লিক করুন।
update your kyc বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আবারো একটি নতুন পেজ ওপেন হবে
এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টের ধরন নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি যদি দেশের
ভিতরে লেনদেন করতে চান সেক্ষেত্রে general customer এবং আপনি যদি দেশের বাইরে
থেকে লেনদেন করতে চান সেক্ষেত্রে remittance customer নির্বাচন করতে হবে। আমরা
যেহেতু দেশের ভেতর থেকে লেনদেন করব সেক্ষেত্রে আমর general customer সিলেক্ট করব।
এরপরে নিচের দিকে next বাটনে ক্লিক করুন।
নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ আসবে এখানে আপনি বিভিন্ন ধরনের
শর্তাবলী দেখতে পাবেন আপনি চাইলে এগুলো পড়েও নিতে পারেন । এবার এই পেজটির নিচের
দিকে থাকা I agree বাটনে ক্লিক করুন।
I agree বাটনে ক্লিক করার পরে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখানে আপন নেয়ার
আইডি কার্ডের ছবি তুলতে বলবো। এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন front side
photo এবং অপরটি হলো back side photo. অর্থাৎ এখানে আপনাকে আপনার আইডি কার্ডের
সামনের এবং পিছনের ছবি পরিষ্কারভাবে তুলতে হবে।
এখানে আপনি যখন আপনার আইডি কার্ডের সামনের ছবি তুলবেন তখন front side photo এর
নিচে একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার সামনে ক্যামেরা
আসবে সেই ক্যামেরার সাহায্যে আপনি আইডি কার্ডের সামনের এবং back side photo এর
নিচের ক্যামেরা আইকন
ক্লিক করে আপনার আইডি কার্ডের পেছনের ছবিটি তুলুন। ছবি তোলা শেষে নিচের দিকে next
বাটনে ক্লিক করুন।
বাটনে ক্লিক করার পরে একটি নতুন পেজ আসবে সেখানে আপনি দেখবেন যে আপনার সকল তথ্য
অটোমেটিক্যালি ভেরিফাই করে সকল তথ্য নিয়ে নেবে। যদি আপনার কোন তথ্য অসম্পূর্ণ
থেকে থাকে তাহলে সেটা পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন।
নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে আবারো একটি পেজ ওপেন হবে এখানে আপনাকে
কিছু তথ্য প্রদান করতে হবে। যেমন আপনার জেন্ডার, আপনার বৈবাহিক অবস্থা, আপনার
ধর্ম, আপনার পেশা এবং আপনি যে পারপাসে লেনদেন করবেন সেটা সিলেক্ট করে next বাটনে
ক্লিক করুন।
নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ আসবে এইখানে আপনার মুখমণ্ডলের
একটি ছবি তুলতে হবে। ছবি তোলা কমপ্লিট হলে নিচের confirm বাটনে ক্লিক করুন।
কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার সামনে একটা ইনফরমেশন আসবে যে আপনার সকল তথ্য
সফলভাবে সাবমিট হয়েছে । এখানে আপনি ok বাটনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ এখন রকেট প্রতিনিধিগণ আপনার সকল তথ্য যাচাই করবে যদি সকল তথ্য
ঠিক থাকে তাহলে আপনি আপনার রকেট একাউন্টটি কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করতে
পারবেন।
বাটন ফোন দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
আপনার যদি স্মার্ট ফোন না থাকে তাহলে আপনি আপনার হাতে থাকা বাটন ফোন দিয়েও আপনার রকেট একাউন্টে খুলতে পারবেন। রকেট একাউন্ট খোলার জন্য আপনাকে *322# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি আমাদের নিচে উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই রকেট একাউন্টটি খুলতে পারবেন।
প্রথম ধাপ: প্রথমে আপনি আপনার বাটন ফোনের কিবোর্ড থেকে *322# ডায়াল করুন।
দ্বিতীয় ধাপ: আপনার নতুন একাউন্টে এক্টিভ করার জন্য 1 লিখেছেন বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: এবার আপনি চার সংখ্যার একটি পিন নাম্বার লেখে সেন্ট বাটনে ক্লিক করুন।
চতুর্থ ধাপ: এরপর আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার নতুন একাউন্ট সম্পর্কে সকল তথ্য জানানো হয়।
আরো ও পড়ুন: ২টি সহজ নিয়মে বিকাশ পিন রিসেট করুন।
পঞ্চম ধাপ: এবার আপনাকে আপনার নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট অথবা রকেট অফিস অথবা
DBBL এজেন্ট এর কাছে যেতে হবে।
ষষ্ঠ ধাপ: আপনি যখন এজেন্ট পয়েন্টে যাবেন তখন আপনাকে নিয়ে যেতে হবে-
- পাসপোর্ট সাইজের আপনার এক কপি ছবি ।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
সপ্তম ধাম: আপনি যখন নির্দিষ্ট পয়েন্টে যাবেন তখন আপনাকে একটি একটি ফরম ফিলাপ
করতে হবে। এই ফর্ম কি ফিলাপের আগে আপনি আপনার রকেট একাউন্টে কোন ধরনের লেনদেন
করতে পারবেন না।
অষ্টম ধাপ: আপনি যখন এ ফর্মটি জমা দেবেন তখন আপনাকে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট
এবং আপনার স্বাক্ষর দিতে করতে হবে।
আপনি যখন আপনার সকল কার্যক্রম গুলো শেষ করবেন তারপর আগুনে দুই থেকে তিন দিন এর
মধ্যে আপনার একাউন্টি সক্রিয়ভাবে চালু হবে। আপনার একাউন্টে যখন চালু হয়ে যাবে
তখন আপনাকে এসএমএস এর মাধ্যমে সেটা জানানো হবে। আপনার একাউন্টে সক্রিয় হয়ে গেলে
আপনি আপনার ইচ্ছামত আপনার প্রিয় রকেট একাউন্টটি ব্যবহার করতে পারবেন।
জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
বর্তমান সময়ের সকলের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম হচ্ছে রকেট। এই
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি খুব সহজে যেকোন স্থান থেকে নির্ধারিত রকেট
এজেন্ট এর কাছ থেকে কিংবা এটিএম বুথ থেকে কিংবা ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখা
থেকে আপনার প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন।
এক্ষেত্রে আপনার অবশ্যই একটি রকেট একাউন্ট লাগবে। এখন কথা হচ্ছে যে রকেট একাউন্ট
খুলতে হলে এনআইডি কার্ডের প্রয়োজন। কিন্তু আপনার এনআইডি কার্ড নেই কিংবা আপনার
বয়স ১৮ কম। সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খুলতে
পারবেন।
আপনি যদি আপনার জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খুলতে চান সে ক্ষেত্রে আপনাকে
আপনার জন্ম নিবন্ধন কার্ড এবং দুই কপি ছবি নিয়ে রকেট এজেন্ট পয়েন্টে গিয়ে রকেট
একাউন্ট খুলতে হবে। আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা রকেট একাউন্টে আপনি কোন সমস্যা
ছাড়াই টাকা লেনদেন করতে পারবেন।
রকেটের একাউন্ট দেখার নিয়ম
আপনি সাধারণত দুইভাবে রকেটের একাউন্ট চেক করতে পারবেন।
- অ্যাপস এর মাধ্যমে একাউন্ট চেক করতে পারবেন
- *322# ডায়াল করে একাউন্ট চেক করতে পারবেন।
অ্যাপসের মাধ্যমে একাউন্ট চেক করতে হলে আপনার একটি স্মার্টফোন থাকতে হবে। সেই
স্মার্টফোনে রকেট অ্যাপসটি ডাউনলোড করা থাকতে হবে এবং সেই অ্যাপসে আপনার
অ্যাকাউন্টটি লগইন করা থাকতে হবে। যদি আপনার হাতে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট
সংযোগ থাকে তাহলে আপনি আপনার ডাউনলোড করা রকেট অ্যাপসে লগইন করে খুব সহজে আপনার
একাউন্টে চেক করতে পারবেন।
আরো ও পড়ুন: ৪৫টি ইস্তেগফার ও প্রয়োজনীয় দোয়া
আপনার যদি স্মার্টফোন না থাকে তাহলে আপনি আপনার বাটন ফোন দিয়েও আপনার একাউন্টে
চেক করতে পারবেন। আপনি যদি বাটন ফোন দিয়ে আপনার অ্যাকাউন্ট চেক করতে চান তাহলে
আপনার মোবাইলে কীবোর্ড থেকে *322# টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করুন। এরপর অপশন
অনুযায়ী কিছু ধাপ পার করে আপনার পিন নাম্বার দিয়ে আপনি আপনার রকেট একাউন্টে চেক
করতে পারবেন।
রকেটে সেন্ট মানি ফ্রি
আপনি যদি আপনার রকেট একাউন্ট থেকে অন্য কোন একাউন্টে সেন্ড ফানি করতে চান সে
ক্ষেত্রে কোন চার্জ কাটবে না। অর্থাৎ রকেটের ক্ষেত্রে সেট মানে টোটালি ফ্রি
অর্থাৎ কোন টাকা কাটবে না। তবে অন্য একাউন্ট এর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য যেমন
স্যালারি একাউন্ট।
ফ্রেন্ড মানে লিমিট
আপনি কোন চার্জ ছাড়াই আপনার কোন আত্মীয় বা প্রয়োজন কোন ব্যক্তির কাছে রকেট এর
মাধ্যমে টাকা পাঠাতে পারবেন সেন্ট মানির মাধ্যমে। আপনার মনে হয়তোবা প্রশ্ন জাগতে
পারে যে আপনি প্রতিদিন সর্বোচ্চ কত টাকা সেন্ড মানি করতে পারবেন।
তাহলে চলুন আমরা জেনে নেই যে আপনি প্রতিদিন কত টাকা সেন্ড মানি করতে পারবেন কিংবা
প্রতি মাসে সর্বোচ্চ কত টাকা পরিমাণ সেন্ড মানি করতে পারবেন। আপনি প্রতিদিন
সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। এভাবে প্রতি মাসে
সর্বোচ্চ ৩,০০,০০০/- টাকার বেশি সেন্ড মানি করতে পারবেন না।
রকেটে ক্যাশ আউট চার্জ কত
টাকা লেনদেনের ক্ষেত্রে সকলের আস্থার অপর একটি নাম হচ্ছে রকেট। আপনি খুব সহজেই যে
কোন স্থানে রকেট এজেন্ট পয়েন্ট অথবা নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক এর যেকোনো শাখা
অথবা এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন। যেহেতু আপনি রকেট একাউন্ট থেকে কয়েকটি
স্থান থেকে টাকা তুলতে পারবেন সে ক্ষেত্রে আপনার টাকা তোলার চার্জের ও ভিন্নতা
রয়েছে।
এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট চর্জ
যখন আপনার নিকট বা কাছাকাছি কোথাও ডাচ-বাংলা ব্যাংকের কোন শাখা কিংবা এটিএম বুথ
না থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটস্থ এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করতে
হয়। আপনি যখন আবার আপনার নিকটস্থ এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করবেন তখন
আপনার থেকে চার্জ কাটবে 1.67% আহারে। অর্থাৎ 1000 টাকায় আপনার নিকট থেকে 16.70
টাকা চার্জ কাটা হবে।
ব্যাংক শাখা কিংবা এটিএম বুথ থেকে ক্যাশ আউট চার্জ
আপনি যখন আপনার নিকটস্থ কোনো ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখা অথবা এটিএম বুথ থেকে
টাকা তুলবেন সে ক্ষেত্রে আপনার নিকট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কর্তন করা
হবে। তাহলে চলুন আমরা জেনে নেই আপনি যখন বাংলা ব্যাংকের কোন শাখা কিংবা এটিএম বুথ
থেকে টাকা তুলবেন তখন কত টাকা চার্জ থাকবে। এক্ষেত্রে আপনার থেকে ০.৯% চার্জ কাটা
হবে। অর্থাৎ প্রতি এক হাজার টাকায় আপনার থেকে 9 টাকা চার্জ কাটা হবে।
রকেটে ক্যাশ আউট লিমিট কত
আপনি সাধারণত রকেট ক্যাশ আউট পয়েন্ট অথবা ডাচ বাংলা ব্যাংক শাখা কিংবা এটিএম বুথ
থেকে ক্যাশ আউট করতে পারবেন বা টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে আপনি একবারে
সর্বোচ্চ ২৫ হাজার টাকা তুলতে পারবেন। এবং প্রতিদিনও আপনি সর্বোচ্চ ২৫ হাজার
টাকার বেশি তুলতে পারবেন না।
আরো ও পড়ুন: অনলাইনে মামলা দেখার উপায় 2025
যদিও ডাচ-বাংলা ব্যাংকের সাধারণ ব্যাংক একাউন্ট গুলো যেমন সেভিংস , পার্সোনাল
একাউন্টের জন্য প্রায় 80000 টাকা দৈনিক এ টি এম লিমিট দেয়া থাকে। তবে রকেটের
মোবাইল ব্যাংকিং ক্লিয়ারেন্স এটিএম ক্যাশ আউট সীমা আলাদাভাবে নির্ধারিত।
উল্লেখ্য যে আগুনে এখান থেকে সর্বনিম্ন এক হাজার টাকা তুলতে পারবেন। অর্থাৎ ১০০০
টাকার নিচে আপনি টাকা তুলতে পারবেন না।
রকেটের পিন পরিবর্তন করা নিয়ম
আপনি যদি মনে করেন যে আপনার রকেট একাউন্টটির পিন নাম্বার অনেকে জেনে গেছে কিংবা
এই পিন বারটি আপনার জন্য সেভ নয় তাহলে আপনি খুব সহজেই আপনার রকেটে পিন নাম্বারটি
পরিবর্তন করতে পারবেন। ভালো চলুন আমরা জেনে নিই আপনি কিভাবে আপনার রকেট একাউন্ট
এর পিন নাম্বারটি পরিবর্তন করবেন।
আপনার মোবাইলের কিবোর্ড থেকে টাইপ করুন*322# এবং ডায়াল করুন।
এবার আপনার সামনে বেশ কিছু অপশন থাকবে এই অপশনগুলোর মধ্য থেকে আপনি my account
সিলেক্ট করুন সেজন্য আপনি আপনার কিবোর্ড থেকে 5 সেন্ড ক্লিক করুন।
এবার আপনার সামনে যে অপশন গুলো আসবে এখান থেকে change pin সিলেক্ট করার জন্য
আপনার মোবাইলের কিবোর্ড থেকে 3 টাইপ করেছেন বাটনে ক্লিক করুন।
এবার আপনার সামনে যে অপশন আসবে এখানে আপনার রকেট একাউন্টের পিন নাম্বারটি লিখে
সেন্ড বাটনে ক্লিক করুন।
এরপর আপনার সামনে যে অপশন আসবে এখানে আপনার রকেট একাউন্টে নতুন পিন সেট করার জন্য
চার সংখ্যার একটি পিন লিখে সেন্ট বাটনে ক্লিক করুন।
আরো ও পড়ুন: বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়মসমূহ
সেন্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি অবনারে সেখানে আপনি আবারো আপনার
নতুন পিনটি লিখে সেন্ট বাটন এ ক্লিক করুন।।
এভাবে আপনি খুব সহজেই আপনার রকেটে একাউন্টে পিন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন।
এছাড়াও আপনি আপনার নিকটস্থ ডাচ বাংলা শাখা কিংবা রকেট পয়েন্টে গিয়েও আপনার পিন
নাম্বারটি পরিবর্তন করতে পারবেন।
রকেট ব্যবহারের সুবিধা
বাংলাদেশের যতগুলো মোবাইল প্যাকিং রয়েছে তার মধ্যে সকলের প্রিয় মোবাইল ব্যাংকিং হলো রকেট। এটি সকলের প্রিয় হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে কারণ এতে জনসাধারণ বেশ কিছু সুবিধা ভোগ করেন যার ফলে এটি সকলের প্রিয় একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম।
সেন্ড মানি: রকেট একাউন্ট এর মাধ্যমে আপনি আপনার বন্ধু-বান্ধবের নিকট কোন চার্জ ছাড়াই সেন্ট মানি করতে পারবেন।
ক্যাশ আউট: রকেট একাউন্ট থেকে আপনি যেকোন জায়গাতে রকেট এজেন্ট পয়েন্ট থেকে আপনি আপনার প্রয়োজন মত টাকা ক্যাশ আউট করতে পারবেন।
এটিএম বুথ: এজেন্ট পয়েন্ট ছাড়াও আপনার নিকটস্থ যে কোন ডাচ বাংলা ব্যাংক অথবা এর এটিএম বুথ থেকে আপনার কাঙ্খিত অ্যামাউন্টের টাকা তুলতে পারবেন।
বিল প্রদান: সবচেয়ে বড় সুবিধা হল যে আপনি এই অ্যাপস ব্যবহার করে আপনার যেকোনো ধরনের বিল যেমন বিদ্যুৎ, গ্যাস সহ আরো অন্যান্য বিল প্রদান করতে পারবেন।
আরো ও পড়ুন: আসল ভিটমেট চেনার সহজ উপায় ও ডাউনলোড করার নিয়ম
ব্যাংক টু রকেট: আপনার ব্যাংকে টাকা আছে কিন্তু ব্যাংক বন্ধ আছে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোন ঝামেলা ছাড়াই আপনার রকেট একাউন্টে টাকা ট্রান্সফার করে আপনার প্রয়োজন অনুযায়ী সেটা তুলতে পারবেন।
শেষ কথা:রকেট একাউন্ট খোলার নিয়ম 2026
রকেট একাউন্ট খোলার নিয়ম নিয়ে লেখা আর্টিকেলটি যদি আপনি পড়েন তাহলে আপনি
রকেট একাউন্ট খোলা থাকে রকেট একাউন্ট এর বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে জানতে
পারবেন। তাই আপনি যদি আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ না পড়ে থাকেন। তাহলে এখনি আপনি
আপনার মূল্যবান সময়ের কিছুটা ব্যয় করে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং রকেট
একাউন্ট খোলা সহ এর বিভিন্ন ধরনের সুবিধা ও সার্ভিস সম্পর্কে জানুন। পরিশেষে
আমাদের আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু নিকট শেয়ার করুন।
ধন্যবাদ।
আরিফুল প্লাস এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url